প্রত্যেকেই বলিউডের বড় তারকা। তবে, তাঁরা খাটি ভারতীয় নন। কারণ, প্রত্যেকেরই আছে ভিনদেশের পাসপোর্ট। অনেকের জন্ম দেশের বাইরে। আর কেউ কেউ জন্ম কিংবা জাতি সূত্রে ভারতীয়ও নন। স্বভাবতই ভোট দিতে পারেন না তাঁরা।
- অক্ষয় কুমার
পাঞ্জাবের অমৃতসরে জন্ম হলেও অক্ষয় কুমারের আছে কানাডিয়ান পাসপোর্ট।
- দিপীকা পাড়ুকোন
দিপীকার জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। যদিও, তাঁর বেড়ে ওঠা ব্যাঙ্গালুরুতে। বাবা হলেন বিখ্যাত ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন।
- আলিয়া ভাট
আলিয়া ভাট পরিচালক মহেশ ভাটের কন্যা হলেও তাঁর মহলে হলেন ব্রিটেনের সনি রাজদান। আলিয়া তাই ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার।
- ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফের ব্রিটিশ পাসপোর্ট আছে। তিনি ইতালিয়ান বংশদ্ভুত। বিদেশিদের মধ্যে যারা বলিউডে সবচেয়ে ভাল করছেন তাঁদের একজন হলেন ক্যাটরিনা।
- ইমরান খান
আমির খানের ভাগ্নে ইমরান খানের আমেরিকান পাসপোর্ট আছে।
- জ্যাকুলিন ফার্নান্দেজ
জ্যাকুলিন শ্রীলঙ্কা থেকে মিস ইউনিভার্স প্রতিযোগীতায় অংশ নিয়েছেন। আবার তার জন্ম বাহরাইন। মা শ্রীলঙ্কান, বাবা মালয়েশিয়ান। সত্যিকারের বহুজাতিক নাগরিক তিনি।
- অ্যামি জ্যাকসন
সালমান খানের ‘বিয়িং ইন্ডিয়ান’ প্রচারণায় অংশ নিলেও তিনি আসলে ভারতীয় নন। তিনি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার।
- নারগিস ফাকরি
‘রকস্টার’ খ্যাত নারগিস ফাকরিও ভারতীয় নন। তিনি হলেন অধের্ক চেক, আর অর্ধেক পাকিস্তানি।
- সানি লিওন
সানি লিওন হলেন কানাডিয়ান। দেশটির পাসপোর্ট হোল্ডার তিনি।
– বলিবাইট.কম অবলম্বনে