কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। শক্তিমান এই সাহিত্যিকের যে কাব্যের হাতটাও অনন্য ছিল, সেটা তাঁর লেখনী যারা পড়েছেন তাঁরা নিশ্চয়ই জানেন। ‘কবি’ হুমায়ূন আহমেদের অপ্রকাশিত একটি কবিতা হাতে পেয়েছে অলিগলি.কম।
চলুন পাঠক, আর দেরি না করি –
এসেছিলাম
দেখতে পেলাম
“কোথাও কেউ নেই”
আমার কষ্ট
খুবই স্পষ্ট
বোঝার মানুষ নেই ||
– হুমায়ূন আহমেদ
৬-২-৯৬
__________
এবারের বইমেলায় এসেছে হুমায়ূন আহমেদের জীবনীভিত্তিক নিয়ে বই ‘শাওনের বয়ানে হুমায়ূন’। এই কথা সাহিত্যিকের স্ত্রী মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকার নিয়ে বইটি লিখেছেন শোয়েব সর্বনাম। বইটি প্রকাশ করেছে অবসর প্রকাশনী। পাওয়া যাবে অমর একুশে বইমেলায়। এই বইয়ে এমন কবিতা ছাড়াও থাকছে আরো অনেক চমক।