খেতে কে না ভালবাসে! খাওয়াদাওয়ায় অরুচি খুব কম লোকেরই থাকে। তাই, বলে খেয়ে খেয়ে বিশ্ব রেকর্ড গড়াটা কিন্তু চাট্টিখানি কথা নয়। খাবারের সব ভুতুড়ে রেকর্ড নিয়ে আমাদের এই আয়োজন।
তিন মিনিটে ৩৭ টি নাগেট। পরিমান ৬৪২.১২ গ্রাম।
এক মিনিটে ১৩ টা গ্রিলড চিকেন স্যান্ডউইচ।
৩২.২৮ সেকেন্ডে ১২ ইঞ্চির পিজ্জা খাওয়ার বিশ্বরেকর্ড।
তিন মিনিটে ১২ টি হ্যামবার্গার। ঘটনাটি ঘটিয়েছেন টাকেরু কোবায়েশি।
দুই মিনিট ও ৫৭.৩৬ সেকেন্টে এক ভদ্রলোক রিসের ৩০ টি পিনাট বাটার কাপ খেয়ে ফেলেছেন।
এই ব্যক্তি ১০ টি বোম্বাই মরিচ খেয়েছেন মাত্র ৩০.৭০ সেকেন্ডে।
তিন মিনিটে ২০৫ টি আঙুর!
মাত্র এক মিনিট ৫৬ সেকেন্ডে এই নারী গাদাখানেক এম এন’এম খেয়েছেন। তাও আবার চপস্টিক দিয়ে।
এক মিনিটে ৬০ টি জলপাই।
৩০ সেকেন্ড সময়ে ৫৯৮ গ্রাম ম্যাশড পটোটো।
আট মিনিটে ১১৩ টি প্যানকেক
নাথান’ হট ডগ ইটিং কনটেস্টে সবচেয়ে বেশি হট ডগ খাওয়ার রেকর্ড হল ৭২ টি। মাত্র ১০ মিনিটে এই কীর্তি গড়েছেন জোয়েল ‘জওস’ চেস্টনাট। এমনকি বাছাইপর্বতেও তিনি খেয়েছিলেন ৭৩ টি হটডগ।
ছয় মিনিটেতে ১২১ টি টুইঙ্কিস।
এক মিনিট ৪৮ সেকেন্ডে কেউ একজন ছয় পাউন্ড সেদ্ধ ডাল খেয়ে ফেলেছেন।
পাঁচ মিনিটে ১৮২ টুকরা বেকন।
মাত্র নয় সেকেন্ডে ২২ আউন্সের সেভেন-ইলেভেন স্লারপি (এক ধরণের পানীয়) খাওয়ার রেকর্ড।
১০ মিনিটে ২৯ টি ওয়াফেল।