বলিউডের কোনো সিনেমা যদি নামকরণের দিক থেকে পুরোপুরি স্বার্থক হয় সেটা হল ‘হাম সাথ সাথ হ্যায়’। রাজশ্রী ফিল্মসের ব্যানারে ১৯৯৯ সালের এই হিন্দি ছবিতে ছিলেন এক ঝাঁক তারকা। ছিলেন পরিচালকের সব সময়ের পছন্দ সালমান খান, অলোক নাথ ও রিমা লাগো। একই সাথে আরো ছিলেন – টাবু, সাইফ আলী খান, কারিশমা কাপুর, সোনালী বেন্দ্রে, সতিশ শাহ, মানিশ ব্যালসহ অনেকেই।
দেখতে দেখতে সময় কেটে যায়। প্রশংসিত সেই সিনেমাটি কাটিয়ে ফেলেছে ১৯ টি বছর। অথচ আজো ভিষণ জনপ্রিয়। যদিও, পাল্টে গেছেন তার কুশীলবরা।























– ফিল্মফেয়ার ও দেশিমার্টিনি.কম অবলম্বনে