সবাই তো আর জ্যাকি চ্যান নন, কেবল হংকংয়ের এই অভিনেতাই তার ক্যারিয়ারে কখনো স্ট্যান্টম্যান ব্যবহার করেননি। বাকিদের মধ্যে সবাই কম বেশি ব্যবহার করেন। এমনকি ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসনও এর ব্যতিক্রম নন।
পর্দার নায়কদের গল্প তো অনেক পড়েছেন, চলুন এবার আড়ালের নায়কদের ব্যাপারে জেনে নেওয়া যাক।



তারা যেন দু’জন দু’জনার। কারণ, টনি ম্যাকফার সম্প্রতি ক্রিস প্যাটের মুক্তি পাওয়া সবগুলো ছবিতেই তার স্টান্টম্যান ছিলেন। যেমন – গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি, জুরাসিক ওয়ার্ল্ড কিংবা প্যাসেঞ্জার্স।









– ব্রাইট সাইড অবলম্বনে