বলিউডের গল্পে সাউথের নির্মান

অভিযোগ আছে, বলিউডের নির্মাতারা নাকি যথেষ্ট ‘ক্রিয়েটিভ’ নন। তারা নাকি ভাল গল্প নিয়েও ‘বাজে’ বানান। কখনো বা অন্যান্য ছবির প্লটের অংশ বিশেষ, অনেক সময় পুরো গল্পটাই ‘কপি’ করে বসেন। হিন্দি ছবির নির্মাতারা প্রায়ই সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গল্প ধার করে ছবি বানান। সেটাকে অনেক সমালোচকই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেন। তবে, একই ব্যাপার দক্ষিণ ভারতেও হয়। তেলেগু কিংবা তামিল অনেক ছবিই বলিউডের ছবির অফিসিয়াল রিমেক। তেমনই কিছু ছবি নিয়ে আমাদের এবারের আয়োজন।

  • শঙ্কর দাদা এমবিবিএস (২০০৪) ও শঙ্কর দাদা জিন্দাবাদ (২০০৭)

তেলেগু মেগাস্টার চিরঞ্জীবির ছবি। ছবি দু’টো রাজকুমার হিরানীর মুন্না ভাই সিরিজের দুটি কিস্তি অবলম্বনে নির্মিত। চিরঞ্জীবি ছবি দু’টিতে মুন্না ভাই মানে সঞ্জয় দত্তর চরিত্র করেছেন।

  • ভালে ডোঙ্গালু (২০০৮)

অভিষেক বচ্চন ও রানী মুখার্জী অভিনীত ‘বান্টি অওর বাবলি’ মুক্তি পায় ২০০৫ সালে। এর তিন বছর বাদে তেলেগুতে কে বিজয় ভাস্কর ছবিটা রিমেক করেন। কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তরুণ ও ইলিয়েনা ডি’ক্রুজ। তামিল ভাষাতেও এই ছবি ‘থিরুদি থিরুদান’ নামে মুক্তি পায়।

  • কানদেন কাধালাই (২০০৯)

ইমতিয়াজ আলীর ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘জাব উই মেট’-এর ভক্ত খুঁজে পাওয়া দুস্ক। তামিল ভাষায় ছবিটি রিমেক হলেও দর্শকরা একই রকম জাদু অনুভব করেন। কেন্দ্রীয় দুই চরিত্রে ছিরেন ভারত ও তামান্না।

  • উন্নাইপল ওরুভান (২০০৯)

এটা ২০০৮ সালের ছবি ‘আ ওয়েন্সডে’র তামিল রিমেক। মূল ছবির নাসিরুদ্দিন শাহ ও অনুপম খেরের চরিত্র করেন কামাল হাসান ও মোহন লাল। দুই কিংবদন্তিকে দিয়েই দুই কিংবদন্তির চরিত্র করানো হয়। ছবিটি ভাল সাড়া পায় । তেলেগুতেও এই ছবি রিমেক হয়। সেটার নাম ছিল ‘এনাদু’।

  • ভিল্লু (২০০৯)

প্রভু দেবার পরিচালনায় তামিল ভাষায নির্মিত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বিজয় ও নয়নতারা। এটা মূলত ১৯৯৮ সালে ববি দেওল ও প্রীতি জিনতা অভিনীত ছবি ‘সোলজার’-এর রিমেক।

  • তিন মার (২০১১)

সাইফ আলী খান ও দিপীকা পাড়ুকোনের ‘লাভ আজ কাল’ ছবি মুক্তি পায় ২০০৮ সালে। এর তিন বছর পর তেলেগু ভাষায় ছবিটি ‘তিন মার’ নামে রিমেক হয়। ছবিতে ছিলেন পাওয়ান কল্যান, তৃষা কৃষ্ণান ও কৃতি খারবান্দা।

  • নানবান (২০১২)

তামিল ভাষায় নির্মিত এই ছবিটি হল ২০০৯ সালে মুক্তি পাওয়া আমির খান ও রাজকুমার হিরানী জুটির কালজয়ী ‘থ্রি ইডিয়টস’-এর রিমেক। ছবিটি নির্মান করেন ‘নায়ক’, ‘জেন্টলম্যান’, ‘ইন্ডিয়ান’, ‘আনিয়ান’ ও ‘এনথিরাম’-এর নির্মাতা এস শঙ্কর। ছবিতে আমিরের চরিত্রে ছিলেন বিজয়। আরো ছিলেন জিভা, শ্রীকান্ত, ইলিয়েনা ডি’ক্রুজ, সাথ্যান ও সত্যরাজ।

  • সেত্তাই (২০১৩)

২০১১ সালের ‘দিল্লী বেলি’ হলে এখন পর্যন্ত বলিউডে মুক্তি পাওয়া অন্যতম সেরা ব্ল্যাক কমেডি। তামিল ভাষায় এটা রিমেক করেন আর. কান্নান। ছবিতে ছিলেন আরিয়া, অঞ্জলি, সান্থানাম, প্রেমজি আমারেন ও হান্সিকা মোতওয়ানি। তেলেগু ভাষায ডাবিং করে একই ছবি ‘ক্রেজি’ নামে মুক্তি দেওয়া হয়।

  • গোপালা গোপালা (২০১৫)

সমালোচকদেক সুদৃষ্টি পাওয়া ২০১২ সালের ছবি ‘ওএমজি – ওহ মাই গড!’  তেলেগু ভাষায় রিমেক করা হয়। ছবিতে দাগ্গুবাতি ভেঙ্কেটেশ ও পাওয়ান কল্যান  যথাক্রমে অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের চরিত্র করেন।

  • মানিথান (২০১৬)

২০১৩ সালে মুক্তি পায় আরশাদ ওয়ার্সি অভিনীত জলি এলএলবি। ছবিটি তামিল ভাষায় ২০১৬ সালে রিমেক হয়। এটা উধায়ান্ধি স্টালিনের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়। আরো ছিলেন হান্সিকা মোতওয়ানি, রাধা রবি, প্রকাশ রাজ ও বিবেক।

সর্বশেষ