বরাবরের মত এবার ঈদেও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে কয়েকশত নাটক টেলিফিল্ম! সেগুলো থেকে কোয়ালিটি কাজ খুঁজে বের করাটা কঠিন। তার উপর ঈদে চ্যানেল গুলোর এডের অত্যাচারে, সময়সূচি না জানার কারণে কিংবা ব্যাস্ততায় অনেক ভাল নাটক আমাদের মিস হয়ে যায়।
তাই আমার দেখা নাটকগুলি থেকে ভাল লাগার নাটকগুলোর লিস্ট। প্রথমত ঈদের সবগুলো নাটক আমার দেখা হয়নি! তাছাড়া আমার পছন্দের সাথে সবার পছন্দ মিলবেও না। অতএব এটিকে ঈদের সেরা নাটক বলছিনা। তবে সময় থাকলে দেখতে পারেন আশা করি খুব বেশি হতাশ হবেন না।
কথা হবে তো
পরিচালনা : সৈয়দ আহমেদ শাওকি
অভিনয় : নাবিলা, মনোজ
লুতুপুতু প্রেমের নাটকের ভীড়ে একটি হুমায়ূন আহমেদ উপন্যাস টাইপ পরিচ্ছন্ন প্রেম কাহিনী! সাধারণ গল্প তবে বেশ ভাল লেগেছে।
বড় ছেলে
পরিচালনা : মিজানুর রহমান আরিয়ান
অভিনয় : অপূর্ব, মেহজাবিন
এবার ঈদের সবচেয়ে হাইপড নাটক। গল্পে কিছু প্লটহোল থাকলেও বেশ ইমোশনাল!
এন্টি ক্লক
পরিচালনা : ইমরাউল রাফাত
অভিনয় : মিথিলা, অপূর্ব, জন
সিনেমাটিক কাহিনী! প্রচুর টুইস্ট সমৃদ্ধ! অভিনয় ও পরিচালনা নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে টুইস্টের কারণে পছন্দ হয়েছে।
বুকের ভেতর কিছু পাথর থাকা ভাল
পরিচালনা : তানভীর আহসান
অভিনয় : তিশা
একটা মেয়ে ও সন্তানের সংগ্রামের গল্প নিয়ে ইমোশনাল গল্প। তিশার সুন্দর অভিনয় নাটকে ভিন্নমাত্রা যোগ করেছে।
আমরা ফিরব কবে
পরিচালনা : শাফায়াত মনসুর রানা
অভিনয় : হাসান ইমাম, অপর্ণা,ওমর আয়াজ,
বৃদ্ধ হয়ে যাওয়া বাবা মা ও কর্পোরেট সন্তানদের গল্প। পরিচিত গল্প হলেও খারাপ লাগেনি।
গোল্ডেন এ প্লাস
পরিচালনা : আবু শাহেদ ইমন
অভিনয় : নবাগত
যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মাঝারি মানের স্টুডেন্ট তাদের জীবনের খুব পরিচিত একটি গল্প। ঈদের অনেক আন্ডাররেটেড নাটক!
পাঞ্চ ক্লিপ
পরিচালনা : রেদোয়ান রনি
অভিনয় : মিথিলা, ইরেশ, উর্মিলা
ভিন্নধর্মী ভালবাসার গল্প।
চার সপ্তাহ
পরিচালনা : শাফায়াত মনসুর রানা
অভিনয় : রানা, অপর্ণা
ক্ষমতার অপব্যবহার ও প্রতিশোধের গল্প নিয়ে ভাল একটি নাটক। গল্পে ছোটখাটো কিছু সমস্যা থাকলেও চেষ্টা প্রশংসনীয়!
উচ্চতর হিসাব বিজ্ঞান
পরিচালনা : ময়ূখ বারী
অভিনয় : নিশো, নাদিয়া
সততার গল্প নিয়ে নাটক। নিশোর অভিনয় সুন্দর কাহিনীকে আরো প্রাণবন্ত করেছে।
শ্যাওলা
পরিচালনা : জাহিন ফারুক আমিন
অভিনয় : স্পর্শিয়া
একজন নিশিকণ্যার ভুলক্রমে মহা বিপদে পড়ে যাবার গল্প নিয়ে নাটক। সুন্দর পরিচালনা ও অভিনয়ের কারণে দেখতে পারেন।
আমি মোটিভেশনাল স্পিকার হতে চাই
পরিচালনা : আশফাক নিপুণ
অভিনয় : জন, তিশা
বর্তমানে মটিভেশনাল স্পিকিং বেশ আলোচিত একটি টপিক। মটিভেশনাল স্পীকারদের স্যাটায়ার ধর্মীয় নাটক!ভাঁড়ামিহীন ভাল কমেডি!
পোস্ট মর্টেম
পরিচালনা : শিহাব শাহীন
অভিনয় : পার্থ , সুষমা
একজন সরকারি কর্মকর্তার সৎভাবে কাজ কিরাম কতোটা কঠিন তারই নমুনা এ নাটকে দেখা যায়। রোমান্টিক ঘরানার বাইরে শিহাব শাহীনের বেশ গোছানো কাজ।
মেঘের উপরে
পরিচালনা : মাসুদ হাসান উজ্জ্বল
অভিনয় : শিমু, চঞ্চল
আর্থিক সমস্যায় জর্জরিত একজন ছাপোষা মানুষের গল্প। শেষটা খুব টাচি।
মাহুত
পরিচালনা :সুকর্ণ শাহেদ ধীমান
যাদের কাছে মিস্টার জনি ভাল লেগেছে তারা দেখতে পারেন। ঐ টাইপ টাচি গল্প।
ক্যাফে ৯৯৯
পরিচালনা : শাফায়াত মনসুর রানা
অভিনয় : ইফফাত তৃষা, জন, তারিক আনাম খান
আমাদের জীবনে অনেক বিশাল বিশাল সমস্যার সমাধান গুলো খুব ছোট থাকে। একেবারে ২-৩ লাইনের। অথচ এই ক্ষুদ্র সমাধানের অভাবে আমরা কত দূরে সরে যাচ্ছি। ভিন্নধর্মী গল্পের সুনির্মিত নাটক।
দ্য জেন্টেলম্যান
পরিচালনা : হাসান মোরশেদ
অভিনয় : মোশাররফ ,অপর্ণা
যারা মোশাররফের ভাড়ামি দেখতে বিরক্ত তারা এই নাটকটি দেখতে পারেন।
আরো যেগুলো দেখতে পারেন তার মধ্যে ব্রাদার্স ২, Soulmate, গল্পের ইলিশ, মায়া, ব্যাচ ২৭ দ্যা লাস্ট পেইজ, সুখের লটারি, তুমি আমি পাশাপাশি, হোটেল আলবাট্রস!