ঢাকাই চলচ্চিত্রে ধূমকেতুর মতই তার আবির্ভাব। নব্বই দশকের শুরুতে একের পর এক হিট ছবি দিয়ে সালমান শাহ দর্শকদের হৃদয় কেড়েছিলেন, পেয়েছিলেন বক্স অফিসের সাফল্য। তবে, বাংলার এই স্টাইল আইকন ১৯৯৬ সালের ছয় সেপ্টেম্বর রহস্যময় এক মৃত্যুকে বরণ করে নেন। ২১ বছর পেরিয়ে গেলেও সেই রহস্যের জট আজো খোলেনি।










