সময় তো আর কারো জন্য বসে থাকে না। এই যেমন হঠাৎ করে পুরনো কোনো ছবি দেখার সময় মনে পড়লো, প্রথম সিনেমাটা দেখেছিলেন স্কুলে পড়ার বয়সে। তখন একটিবার হলেও আফসোস হবে। মনে মনে নিশ্চয়ই বলবেন, ইশ কত বুড়ো হয়ে যাচ্ছি। এই ছবিগুলো কথা তাহলে একটু স্মরণ করুণ, আর আফসোস করুন!







