নি:সন্দেহে শরনার্থীদের অনেক যন্ত্রনার ভেতর দিয়ে যেতে হয়। আর এই যন্ত্রনা যদি বিশ্বনেতাদের পোহাতে হত তাহলে কেমন হত?

এই প্রশ্নের সমাধান দিয়েছেন সিরিয়ার চিত্রশিল্পী আবদাল্লা আল ওমারি। বিশ্বের প্রতাপশালী সব রাষ্ট্রনেতাদের ছবি এঁকেছেন তিনি। তবে, প্রত্যেকেই ছিলেন শরনার্থীর বেশে। সেই ছবিগুলো নিয়ে আমাদের এই আয়োজন। ছবিগুলো রিয়েল লিডার্সের সৌজন্যে পাওয়া।




