কোনো চরিত্রের জন্য নিজেকে তৈরি করে নেওয়ার মানে কেবল ডায়লগ মুখস্ত করে সময়মত সেগুলো ক্যামেরার সামনে বলে দেওয়া নয়। একটা চরিত্রকে ধারণ করতে শারীরিক অনেক পরিবর্তন আনতে হয় অভিনেতাদের। অনেক ক্ষেত্রে চরিত্রের খাতিরে সুঠাম সিক্স প্যাকের প্রয়োজন হয়।










– ব্রাইট সাইড অবলম্বনে