ওজন কমানো শারীরিক ভাবে যতটা কঠিন, মানসিক ভাবেও ততটাই কঠিন। সেকারণেই কি না, চীনা আলোকচিত্রী জেসে অভিনব এক কায়দা অবলম্বন করেছেন ওজন কমানোর। তিনি পুরো পরিবারকে নিয়ে এক যোগে চিকন হওয়ার মিশনে নেমেছেন। তাদের ছয় মাস আগের ও পরের ছবিগুলো দেখলে চোখ কপালে উঠে যেতে বাধ্য।
– গিগগ্যাগ.কম অবলম্বনে