নামটা শুনেই বুঝে ফেলার কথা! সহজ বাংলায়, গণ বিবাহ বা মাস ওয়েডিং হল এক সাথে অনেকগুলো দম্পতির বিবাহ সম্পাদন। এর ইতিহাস বেশ পুরনো, জানতে হলে যেতে হবে খ্রিষ্টপূর্ব ৩২৪ সালে।

সেবার বিশ্বখ্যাত যোদ্ধা অ্যালেক্স্যান্ডার দ্য গ্রেট বিয়ে করেছিলেন পারস্যের রাজা দারিউসের বড় মেয়ে বারসিনকে। একই অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিক সহ প্রায় ৮০ জন দম্পতির বিয়ে সম্পন্ন হয়।

সেই থেকে শুরু। কালক্রমে দক্ষিণ কোরিয়া, ইয়েমেন, জাপান, ইরান, চীন, জর্দান, কুর্দিস্তান, এমনকি আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও হয়ে থাকে গণবিবাহ। এর মধ্যে ভারতের আহমেদাবাদের গণবিবাহ বেশ বিখ্যাত।

বলিউডের সুবাদে আমরা কম বেশি গণবিবাহের সাথে পরিচিত। ২০১১ সালে ভারতে এক সাথে ৩,৬০০ টি জুটির বিয়ে হয়। সেখানে ছিল হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ এমনকি আদিবাসীরাও। ভারতের ইতিহাসে এত বড় গনবিবাহের নজীর আর নেই।

আমেরিকার ওয়াশিংটনের বিখ্যাত গণবিবাহের অনুষ্ঠানকে বলে ‘ব্লেসিং সেরিমনি’। এর উদ্যোক্তা ইউনিফিকেশন চার্চের প্রতিষ্ঠাতা সান মুং মুন। ১৯৬১ সালে প্রথম দফায় এই আয়োজনে যোগ দিয়েছিল ৩৬ টি জুটি। ১৯৯৭ সালে এই সংখ্যাটা ৩০,০০০০-এ গিয়ে ঠেকে।

যদিও, ব্লেসিং সেরিমনির আইনী কোনো স্বীকৃতি নেই। দেখা যায়, এই অনুষ্ঠানে আগত জুটিদের অনেকে আগে থেকেই বিবাহিত। আবার, এদের কেউ কেউ ব্লেসিং সেরিমনির পর পুনরায় আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।









– ম্যাশেবল.কম অবলম্বনে